রমজানের আকাশে ব্যতিক্রমী চাঁদ, ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল

author
0 minutes, 0 seconds Read

জাহিদুল আলম রাজন

বাংলাদেশের আকাশে দেখা মিলেছে রমজানের ব্যতিক্রমী চাঁদ। সাধারণত চাঁদের ওপরে তারা দেখা যায়। কিন্তু প্রথম রমজানে চাঁদের নিচে তারা দেখা গেছে। শুক্রবার (২৪ মার্চ) সন্ধ্যার পর থেকে চাঁদ-তারার এমন ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। 

বাংলা নিউজ ২৪ স্টাফ করেসপন্ডেন্ট সংবাদিক  ডালিম হাজারি

ফেসবুক ওয়ালে লিখেছেন,মায়াবী চাঁদটা একটা তারার উপর বসে আছে,দৃশ্যটা খুবই চমৎকার

জুবাইদা জান্নাত নূর নামে একজন ফেসবুক ব্যবহারকারী লিখেছেন জীবনের প্রথম দেখলাম চাঁদের  নিচে ঝুলন্ত এক তারা  সুবহানআল্লাহ।
সাদিয়া ইসরাত উশনো ফেসবুক ওয়ালে লিখেছেন,চাঁদের গায়ে তারা লেগেছে,আজকের আকাশে চাঁদ  এর নিচে একটা তারা দেখা যাচ্ছে ঠিক আরবি হরফ মাশাআল্লাহ অসাধারণ চাঁদ।

নাট্য নির্মাতা এফ আই ফিরোজী লিখেছেন মাশাল্লাহ
আজকের আকাশের চাঁদ যেন আরবী “বা” হরফ দ্বারা বরকত এর প্রতি ইশারা করছে আলহামদুলিল্লাহ।

এদিকে এ রকম ব্যাতিক্রম দৃশ্য দেখতে খোলা জায়গায় বা বাসার ছাদে ভিড় করেন অনেকে।

মীরা আহমেদ এক কলেজ শিক্ষার্থী বলেন মাশআল্লাহ কি সুন্দর হাসছে চাঁদ এমন দৃশ্য এই প্রথম দেখেছেন তিনি। এমন দৃশ্য দেখতে পেরে খুশি তিনি।

এ বিষয়ে বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান মশহুরুল আমিন জানান, এই বিরল দৃশ্য বা গ্রহণ চাঁদে-সূর্যে নয়, বরং চাঁদে আর শুক্রে। এটা খুবই স্বাভাবিক নিয়মিত ঘটনা। পৃথিবীর কোনো জায়গা থেকে দৃষ্টিরেখা বরাবর যদি একই সরলরেখায় চাঁদ ও শুক্র এসে পড়ে, তাহলে চাঁদের আড়ালে শুক্রকে ঢাকা পড়তে দেখা যায়।

তিনি আরও বলেন, চাঁদের এরকম অন্য মহাজাগতিক বস্তুকে ঢেকে দেওয়াকে বলা হয় চাঁদের আড়াল।

শুক্র যখন চাঁদের আড়াল থেকে বেরিয়ে এসেছে, তখন বাংলাদেশ সময় ছিল সন্ধ্যা সাড়ে ৬টা, খালি চোখেই সূর্যাস্তের পর পরই তা দেখা গেছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *