মুক্তিযুদ্ধের সংগঠক সিরাজুল আলম খান আর নেই

author
0 minutes, 0 seconds Read

অনলাইন ডেস্কঃ-

রাজনীতির ‘রহস্যপুরুষ’ হিসেবে পরিচিত প্রখ্যাত রাজনীতিক, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সিরাজুল আলম খান (দাদাভাই) মারা গেছেন। আজ শুক্রবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে তাঁর মৃত্যু হয়।

সিরাজুল আলম খানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ রুবেল মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। হাসপাতাল কর্তৃপক্ষও আনুষ্ঠানিকভাবে সিরাজুল আলম খানের মৃত্যুর খবর জানিয়েছে।

সিরাজুল আলম খানের শেষ ইচ্ছা অনুযায়ী তাঁকে নোয়াখালীর বেগমগঞ্জে পৈতৃক কবরস্থানে সমাহিত করা হবে।

এর আগে সিরাজুল আলম খানের ছোট ভাই ফেরদৌস আলম খান জানিয়েছিলেন, গত ৭ মে রাত সাড়ে ১০টায় শ্বাসকষ্টজনিত অসুস্থতা নিয়ে ঢাকার পান্থপথের শমরিতা হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শে ২০ মে তাঁকে ঢাকা মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *