বিচারের জন্য সকল বিচারককে পরকালে জবাব দিতে হবে

author
0 minutes, 0 seconds Read

নিজস্ব প্রতিবেদনঃ-

ফেনী জেলা লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান, জেলা ও দায়রা জজ এএসএম রুহুল ইমরান বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সকল নাগরিকদের বিচারের অধিকার নিশ্চিত করতে লিগ্যাল এইড শক্তিশালী করণে প্রয়োজনীয় সব কাজ করে যাচ্ছেন। বিশেষ করে আর্থিক অনটনে থাকা গ্রামগঞ্জের সাধারণ মানুষ যাতে বিচার বঞ্চিত না হন সে বিষয়ে কাজ করছে লিগ্যাল এইড।

তিনি সোমবার (১৩ মার্চ) ফেনী সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির আয়োজনে প্রাতিষ্ঠানিক গণশুনানীতে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
এ সময় জেলা ও দায়রা জজ আরো বলেন, বিচারকদেরকে তাদের বিচারের জন্য পরকালে বিচারের মুখোমুখি হতে হবে। শুধু বিচারক নয়, আমরা যারা মানুষ, আমরা সবাই কোন না কোন স্থানে বিচারের দায়িত্বে আছি। সবাইকে বিচার কাজ পালনের সময় পরকালের কথা মনে রাখার আহবান জানান তিনি।

রোববার বিকালে ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে  ফেনী সদর উপজেলা লিগ্যাল এইড কমিটির সভাপতি ও সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্র শীলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা লিগ্যাল এইড কর্মকর্তা সুস্মিতা আহমেদ, উপজেলা সহকারী কমিশনার (এসিল্যান্ড) লিখন বনিক।

উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান একে শহীদ উল্লাহ খোন্দকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিনিয়র আইনজীবী এম শাহজাহান সাজু, ছনুয়া ইউপি চেয়ারম্যান করিমুল্লাহ, জেলা শিক্ষক সমিতির সভাপতি ফয়েজ আহমেদ ফকির প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, বীর মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, ইমাম, পুরোহিত, বেদে, হরিজন, তৃতীয় লিঙ্গ, শিক্ষক-শিক্ষার্থীদের প্রতিনিধিরা বক্তব্য দেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *