জাহিদুল আলম রাজন
ফেনী সদর উপজেলা শ্রমিক লীগের বর্ধিত সভা সোমবার দুপুরে শহরের একটি চাইনিজ রেষ্টুরেন্টে অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান শুসেন চন্দ্ৰ শীল । তিনি বলেন, শেখ হাসিনা শ্রমজীবী মেহনতি মানুষের ওপর ভরসা করেই স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখাচ্ছেন, আগামী ২০২৪ সালের নির্বাচনেও নিজাম হাজারীকে সংসদ সদস্য নির্বাচিত করে জননেত্রী শেখ হাসিনাকে আবারো প্রধানমন্ত্রী করার পথ বিস্তৃত করতে শ্রমিক লীগের নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান।
সভায় বিভিন্ন ইউনিয়নের শ্রমিক লীগের নেতাদের অভিযোগ-অনুযোগ শুনে তাদের এলাকায় অসমাপ্ত উন্নয়ন কাজ সম্পন্ন করার প্রতিশ্রুতি দেন শুসেন চন্দ্ৰ শীল।
উপজেলা শ্রমিক লীগের সভাপতি শামীম হায়দারের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক ডা. মহিউদ্দিন মোমিনের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন জেলা সহ-সভাপতি আবদুল মতিন, সাধারণ সম্পাদক জালাল আহম্মদ হাজারী, সহ-সভাপতি মোহাম্মদ আলী।
এছাড়াও বক্তব্য রাখেন- উপজেলা মহিলা আওয়ামী লীগ সভাপতি ও মহিলা ভাইস চেয়ারম্যান জোসনা আরা বেগম জুসি, কাজিরবাগ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি কাজী বুলবুল আহমেদ সোহাগ, কালিদহ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ডালিম।
এছাড়াও মোটবী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন-উর রশিদ এলএলবি, ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহাদাত হোসেন সাকাসহ উপজেলার বিভিন্ন ইউনিয়নের শ্রমিক লীগের সভাপতি ও সম্পাদকবৃন্দ বর্ধিত সভায় উপস্থিত ছিলেন।