সদর প্রতিনিধি:
ফেনী সদরের পাঁচগাছিয়া ইউনিয়নের তালতলায় চাঁদা না পেয়ে এক ব্যবসায়ীর উপর হামলার ঘটনায় দুজন আহত হয়েছে। এই ঘটনায় ফেনী মডেল থানায় একটি অভিযোগ দায়ের করেছে আহত ব্যবসায়ী আব্দুল আলীম জিকু। রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।
অভিযোগ ও স্থানীয় এলাকাবাসীর সূত্রে জানা গেছে, তালতলায় আব্দুল আলীম ট্রেডার্স এর স্বত্বাধিকারী আব্দুল আলীম জিকুর নিকট ১ লক্ষ টাকা চাঁদা দাবি করে আসছিল স্থানীয় ইমরান ও জহির প্রকাশ সিটিসেল জহির।রবিবার সন্ধ্যা ছয়টায় দাবি কিদ চাঁদা নিতে আসলে যে কথা দিতে অস্বীকার করলে ইমরান ও জহিরের নেতৃত্বে অজ্ঞাতনামা ৪-৫ জন তার দোকানে হামলা চালায়। এই সময় তারা তাকে দেশীয় অস্ত্র দিয়ে আহত করে। এ সময় জিকুর বাবা আব্দুর রশিদ বাধা দিতে গেলে তারা তাকেও পিটিয়ে আহত করে। এ সময় তারা ক্ষুব্ধ হয়ে পার্শ্ববর্তী একটি দোকান থেকে করাইসহ গরম তেল ছুড়ে মারে জিকুর দিকে এতে জিকু ও তার পিতা কিছুটা তেলে জ্বলছে যায়।
এ সময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসলে তারা তাকে প্রাননাশের হুমকি দিয়ে শটকে পড়ে।
পরে স্থানীয়রা উদ্ধার করে জিকুকে ফেনী সদর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা করেন।
এ বিষয়ে আহত ব্যবসায়ী জিকু জানান, ইমরান এবং জহির বেশ কিছুদিন যাবৎ আমার কাছে চাঁদা চেয়ে আসছিল। তাদের দাবিকৃত চাঁদা চাইতে আসলে আমি দিতে অস্বীকার করে করলে তারা আমিও আমার বাবার উপর হামলা চালায়।
পরবর্তীতে আমি চিকিৎসা নিতে ফেনী আসলে শুনতে পাই তাদেরকে পুলিশ বিরলী বাজার থেকে অস্ত্রসহ গ্রেপ্তার করেছে।
আমি এই ঘটনায় ফেনী মডেল থানা একটি অভিযোগ দায়ের করেছি।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নিজাম উদ্দিন জানান, তালতলায় আহত এক ব্যবসায়ী আমার নিকট আসলে আমি তাকে লিখিত অভিযোগ দেয় এর জন্য বলেছি। লিখিত অভিযোগের প্রেক্ষিতে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
