জাহিদুল আলম রাজন
ফেনী পৌরসভার মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম স্বপন মিয়াজী বলেন, “দুই বছর আগে আমি ক্ষমতায় বসার সময় ফেনী পৌরসভা ৫০ কোটি টাকা ঋণে জর্জরিত ছিলো। গত ২ বছরে ৩০ কোটি টাকা পরিশোধ করেছি। ধীরে ধীরে অপর ২০ কোটি টাকাও পরিশোধ করা হবে।”
ফেনী পৌরসভার বর্তমান পরিষদের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে পৌরসভার ১৮ ওয়ার্ডের ২২০টি মসজিদের ৫২৬ জন ইমাম, মুয়াজ্জিন এবং খতিবদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন।