ফেনী পৌরসভার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে সচেনতা র‍্যালি আলোচনা সভা

author
0 minutes, 1 second Read

শহর প্রতিনিধিঃ-

‘আতঙ্কিত না হয়ে সচেতন হোন, ডেঙ্গু প্রতিরোধে এগিয়ে আসুন’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফেনী পৌরসভা,স্বেচ্ছা সেবক পরিবার ও বিভিন্ন এনজিও সংস্থার উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে লক্ষ্যে ৩১জুলাই (সোমবার) ফেনীতে র‍্যালি ও সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়েছে। এতে বিভিন্ন স্কুল কলেজের ছাত্র ছাত্রী স্বেচ্ছাসেবী সংগঠনের ও এনজিও কর্মীরা অংশ গ্রহণ করেন।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী ২ আসনের সাংসদ নিজাম উদ্দিন হাজারী ও বিশেষ অতিথি ফেনীর জেলা প্রশাসক মোছাম্মদ শাহিনা আক্তার, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোক্তার হোসেন, ডাক্তার মাসুদ রানা সহ জেলা প্রশাসন উধ্বতন কর্মকর্তারা।

ডেঙ্গু প্রতিরোধে সচেতনামুলক র‍্যালি’র শুভ উদ্বোধন করেন ফেনী জেলা আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক ও নিজাম উদ্দিন হাজারী এমপি।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজি।

প্রধান অতিথির বক্তব্যে নিজাম উদ্দিন হাজারী বলেন ডেঙ্গু আজ পুরো দেশে ছড়িয়ে পড়েছে। ফেনীতে এখন ২৬ জনের মতো ডেঙ্গু রোগী সদর হাসপাতালে ভর্তি আছেন ওনারা সুস্থতার দিকে। আমরা সবাই সচেতন হলে বাসার আশ পাশে ময়লা আবর্জনা পরিষ্কার করে রাখলে ময়লা পানি জমতে না দিলে ডেঙ্গু থেকে পরিত্রাণ পাওয়া যাবে। আসুন আমরা সবাই গন সচেতন হই, শহর পরিষ্কার পরিচ্ছন্ন রাখি, ডেঙ্গু প্রতিরোধ করি।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *