ফেনী ডায়াবেটিক সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন

author
0 minutes, 0 seconds Read

শহর প্রতিনিধিঃ-

ফেনী ডায়াবেটিক সমিতির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। প্রতিষ্ঠানটি ৩১ বছরে পদার্পন উপলক্ষে ০১ অক্টোবর অক্টোবর রোববার কেক কাটা ও আলোচনা সভা সমিতির সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

সমিতির সভাপতি এ. কে. এম সাহিদ রেজা শিমুলের সভাপতিত্বে অনুষ্ঠানে সমিতির দীর্ঘ ৩০ বৎসরের গৌরবোজ্জল অর্জন, সেবামূলক বিরল অবদান ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন সমিতির সাধারণ সম্পাদক শুসেন চন্দ্র শীল, সহ—সভাপতি সামী—উল হক, কোষাধ্যক্ষ আবদুল আউয়াল, হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. খান মো. আসাদুল্লা হেল গালিব (অবঃ), আজীবন সদস্য সাংবাদিক আবু তাহের ও সাহাব উদ্দিন খাঁন প্রমুখ।

এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সমিতির কার্যকরী কমিটির সহ—সভাপতি আবদুল মোতালেব, ওছমান হারুন মাহমুদ দুলাল, যুগ্ন—সম্পাদক খোন্দকার নজরুল ইসলাম ও সৈয়দ জহির উদ্দিন আকবর শিপন, যুগ্ন—কোষাধ্যক্ষ মো. দেলোয়ার হোসেন, সদস্য আলহাজ¦ হারুন—অর—রশিদ মজুমদার,আবুল কাশেম, আবু নাছের চৌধুরী, মনসুর উদ্দিন খান, মজিবুর রহমান ভূঞাঁ, ফরিদ আহম্মদ ভূঞাঁ, সাহাব উদ্দিন আহম্মদ সিকদার, ইঞ্জিনিয়ার চঞ্চল দে সরকার, এ.কে. এম সিরাজুল ইসলাম চৌধুরী, রাজীব খগেশ দত্ত, হাসপাতালের সহকারী পরিচালক মোহাম্মদ ইউনুছ ও আজীবন সদস্য, চিকিৎসক, সাংবাদিক ও কর্মকর্তা—কর্মচারীগণ।

অতিথিবৃন্দ তাঁদের বক্তব্যে সমিতির প্রতিষ্ঠাকালিন কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা পরিষদ সহ সকল পর্যায়ের সদস্যদের অবদান কৃতজ্ঞ চিত্তে স্মরণ করেন এবং প্রয়াত সদস্যদের আত্মার মাগফেরাত কামনা করেন। এছাড়া সামাজিক প্রতিষ্ঠানটির সেবামূলক কার্যক্রম যাতে অক্ষুন্ন থাকে সেদিকে সজাগ দৃষ্টি রাখার জন্য সমাজের সর্বস্তরের মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানানো হয়।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *