ফেনী থেকে জাহিদুল আলম রাজন
ফেনীর প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহন করেছেন মোছাম্মৎ শাহীনা আক্তার। সোমবার (২৪ জুলাই) সকালে তিনি সদ্য বিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদ উল হাসানের হাত থেকে দায়িত্বভার বুঝে নেন। এর আগে ৬ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের উপ-সচিব মুছাম্মৎ শাহীনা আক্তারকে ফেনী জেলা প্রশাসক পদে পদায়ন করা হয়। ফেনীতে নব যোগদানকৃত শাহীনা আক্তার ২৭তম বিসিএস (প্রশাসন) এর মাধ্যমে কর্মজীবন শুরু করেন। পরে কিশোরগঞ্জের নিকলী উপজেলা নির্বাহী অফিসার টাঙ্গাইল জেলার কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন। শাহীনা আক্তার ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বাসিন্দা।