নিজস্ব প্রতিবেদক:-
বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রধান উপদেষ্টা পদে মনোনীত হলেন ফেনীর সন্তান শিল্পপতি, শিক্ষানুরাগী নুরুল হুদা।
২০জানুয়ারী ২০২৩তারিখের নীতিনির্ধারনী সভায় সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু স্বাক্ষরিত পত্রে মনোনয়নের বিষয়টি অবহিত করেন।
ছাত্রজীবন থেকে মুজিব আদর্শের সৈনিক সর্বজন সমাদৃত আলহাজ্ব নুরুল হুদাকে প্রধান উপদেষ্ঠা নির্বাচন করার বিষয়ে আলাপকালে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি ও সাধারন সম্পাদক নিশ্চিত করেন।
উল্লেখ্য যে,স্বেচ্ছাসেবক লীগ জাতীয় কমিটিতে পাঁচ সদস্য বিশিষ্ঠ উপদেষ্ঠা পরিষদ গঠিত হয়। এবারকার উপদেষ্ঠা পরিষদে প্রধান উপদেষ্ঠা পদে মনোনীত নুরুল হুদা ফেনীর দাগনভুঞা উপজেলার উত্তর আলীপুরের মরহুম
হাজী আমিন উল্যাহ্ ও ওহিদের নেছা দম্পতির সন্তান। ফেনী-৩ আসন হতে দশম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আবুল বাশার তাঁর বড় ভাই।
অপরদিকে আলাপকালে প্রধান উপদেষ্ঠা পদে মনোনীত হওয়া প্রসঙ্গে আলহাজ্ব নুরুল হুদা বলেন,
আমাকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ এর কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের উপদেষ্টা মনোনয়ন করায়
সংগঠনের সভাপতি
গাজী মেজবাউল হোসেন সাচ্চু ও সাধারন সম্পাদক আফজালুর রহমান বাবু’র প্রতি আন্তরিক ভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করি।