নিজস্ব প্রতিনিধিঃ
ফেনীতে ১৪৪ বোতল ফেনসিডিল সহ একজনকে আটক ছাগলনাইয়া থানা পুলিশ। রোববার (২৮ মে ) বিকালে গোপন সংবাদের ভিত্তিতে ছাগলনাইয়া উপজেলার মধুগ্রাম এলাকার মধুগ্রাম বহুমুখী উচ্চ বিদ্যালয়ের পিছনের দক্ষিণ-পূর্ব কোণায় জনৈক হোসেন আহাম্মদ মজুমদারের কবরস্থান ও পুকুরের দক্ষিণ পাশে শান্তিরহাট টু বিজিবি ক্যাম্পগামী পাকা রাস্তার উপর অভিযান চালিয়ে সন্দেহজনক একটি প্রাইভেটকারকে আটক করে তল্লাশি পর কারের ভেতর থেকে ১৪৪ বোতল ভারতীয় ফেনসিডিল সহ দুই মাদক কারবারিকে ধরতে সক্ষম হয় পুলিশ।এসময় মোঃ আরিফ হোসেন (২৫), পিতা ওবায়দুল গ্রাম- মোকামিয়া ও আবু বক্কর সিদ্দিক(২৭) পিতা-আব্দুর রহমান,গ্রাম-উত্তর যশপুর, মহামায়া, ছাগলনাইয়া নামক দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়। এবং মাদক কারবারে ব্যবহার করা প্রাইভেটকারটিকে জব্দ করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ২লক্ষ১৬ হাজার টাকা।
এবিষয়ে ছাগলনাইয়া থানার অফিসার ইনচার্জ সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন তাদের বিরুদ্ধে মাদক আইনে একটি মামলা হয়েছে এবং আসামি দ্বয়কে চালান করা হয়েছে।