জাহিদুল আলম রাজন
রবিবার ১১জুন সকালে ফেনী মহিপাল হাইওয়ে থানার সম্মেলন কক্ষে হাইওয়ে পুলিশের ১৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী কেক কেটে উদযাপন করা হয়।মহিপাল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মোস্তফা কামালের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আন্ত:জিলা বাস মালিক সমিতি কেন্দ্রীয় কার্যকরী কমিটির সভাপতি, স্টার লাইন গ্রুপ’র ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী জেলার সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন বুলবুল, ফেনী জেলার ট্রাক কভার্ড ভ্যান মালিক সমিতির সাধারণ সম্পাদক আমির হোসেন চৌধুরী মোজাম্মেল, আন্তঃ জেলা বাস মালিক সমিতির ফেনীর সাধারণ সম্পাদক নাছির উদ্দিন বাবলু, যমুনা বাস মালিক সমিতি পরিচালক মামুন চৌধুরী, ফেনী জেলা পিকআপ ও মিনি ট্রাক মালিক সমিতি সাধারণ সম্পাদক আবদুল মতিন পারভেজ, আন্তঃ জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আজম চৌধুরী, ফেনী জেলা ট্রাক কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ আলী, ফেনী জেলা ট্রাক কভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক আবু শাহীন, বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি সভাপতি মোঃ আলমগীর, বাংলাদেশ ট্রাক-কভার্ডভ্যান, ট্রান্সপোর্ট এজেন্সি মালিক সমিতি, কার্যকরী সভাপতি আল আমিন হোসেন,ফেনী জেলা সড়ক পরিবহন মালিক গ্রুপ সাংগঠনিক সম্পাদক মোঃ দাউদুল ইসলাম সুমন।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত পরিবহন নেতৃবৃন্দ বলেন হাইওয়ে পুলিশ তাহাদের দীর্ঘদিনের আন্দোলনের ফসল হিসেবে প্রাপ্য হাইওয়ে পুলিশ সৃষ্টি হওয়ার পর থেকে সড়ক-মহাসড়কে চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মালামাল ছিনতাই থেকে মুক্তি পেয়েছে মালিক শ্রমিকরা। গভীর রাত্রে ও নির্বিঘ্নে সড়ক-মহাসড়কে যান চলাচলে কোন ধরণের সমস্যা সৃষ্টি হচ্ছেনা। হাইওয়ে পুলিশকে দিন রাত পরিশ্রম করে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানান এবং হাইওয়ে পুলিশের সফলতা কামনা করেন।
মহিপাল হাইওয়ে থানার অফিসার ইসচার্জ মোহাম্মদ মোস্তফা কামাল বলেন হাইওয়ে পুলিশ মেঘ, বৃষ্টি উপেক্ষা করে নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত হওয়ার জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি আর ও বলেন পরিবহনের মালিক শ্রমিকের নিরাপত্তার স্বার্থে হাইওয়ে পুলিশের সৃষ্টি, উক্ত নিরাপত্তা নিশ্চিত করণের লক্ষ্যে হাইওয়ে পুলিশ দিনরাত কাজ করে যাচ্ছে। তারপর ও পরিবহন সংশ্লিষ্ট কেহ আইনী সেবা থেকে বঞ্চিত কিংবা হয়রানি হলে তাহাকে সহ-উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার জন্য অনুরোধ করেন।