সোনাগাজী প্রতিনিধিঃ-
“প্রতিভা যুব সংস্থা” এটি একটি সেচ্ছাসেবী সামাজিক ও মানবিক সংগঠন। এই সংগঠন প্রতিষ্ঠিত হয় ২০১৮ সালে ফেনী জেলার কিছু তরুন- তরুনীর উদ্যোগে। সংগঠনটি বাংলাদেশ যুব উন্নয়ন অধিদপ্তর ফেনী জেলা হতে নিবন্ধনভূক্ত। এই সংগঠনের সদস্যরা ফেনী জেলা ও দেশের বিভিন্ন জায়গায় বিভিন্ন সেবা দিয়ে আসছেন। তারই ধারাবাহিকতায় চলতি বছর বৃক্ষরোপণ অভিযানের প্রতিপাদ্য- ‘গাছ লাগিয়ে যত্ন করি, সুস্থ প্রজন্মের দেশ গড়ি’। এ প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার (৪ জুন) রাঘবপুর এমদাদ উলুম মাদ্রাসা প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন চর মজলিশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এম এ হোসেন।
এ সময় সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন অত্র মাদ্রাসার মুহতামিম শহিদুল্লাহ, সাবেক মেম্বার আবুল কাশেম, সংগঠনের সদস্য শাহ আলম, রায়হান, জিতু, তাহমিদ, সাইম, শাকিব সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সংগঠনের নির্বাহী পরিচালক মোঃ শহীদুল ইসলাম জানান, বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৩’ এ ফলজ, বনজ ও ঔষধি প্রজাতির বৃক্ষসহ সৌন্দর্যবর্ধক বিভিন্ন প্রকার গাছের চারা রোপণ করা হবে। দেশের বনজ সম্পদ বৃদ্ধি ও পরিবেশগত ভারসাম্য রক্ষায় সবাইকে স্বপ্রণোদিত হয়ে বৃক্ষরোপণে উৎসাহিত করাই এ কর্মসূচির উদ্দেশ্যে।