ফেনীতে শ্রমিক কল্যাণ তহবিলের নামে টাকা উত্তোলন চাঁদাবাজি বন্ধ করলেন স্বপন মিয়াজী
নিজস্ব প্রতিবেদক
শ্রমিক কল্যাণ তহবিলের নাম করে ফেনী শহরের মহিপাল, একাডেমি ও মিজান রোডে চলাচলকৃত সিএনজি থেকে ২০ টাকা করে চাঁদা উত্তোলন করছিল ফেনী জেলা মিশুক, বেবিট্যাক্সি, ট্যাক্সীকার সিএনজি চালিত অটোরিক্সা পরিবহন শ্রমিক ইউনিয়ন নামে একটি সংগঠন। এ নিয়ে গতকাল বুধবার (২৫ জানুয়ারি) সকালে চালকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। অবৈধভাবে টাকা উত্তোলনের কারনে আদায়কারীদের সাথে বাকবিতণ্ডায় জড়ায় চালকরা। গাড়ি চালানো বন্ধ করে টাকা আদায়ের বিরুদ্ধে আন্দোলনে নামেন তারা। পরবর্তীতে বিষয়টি জানতে পেরে দ্রুত হস্তক্ষেপ করে চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেয় পৌর মেয়র মোঃ নজরুল
ইসলাম স্বপন মিয়াজী। সংগঠনটির কর্মকর্তাদের নিজ কার্যালয়ে এনে শৌকজ করেন পৌর মেয়র। এ বিষয়ে তিনি বলেন, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও পৌরসভার অনুমতি ব্যাতিত চাঁদা আদায় সম্পূর্ণ অবৈধ। পাশাপাশি তারা চালকদের হেনস্তা করে টাকা উত্তোলন করেছে এবং মিথ্যা বলছে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন মৌখিক অনুমতি দিয়েছে। কিন্তু এটি সম্পূর্ণ মিথ্যা। কেউ এ বিষয়ে অবগত না। তিনি সংগঠনটির কর্মকর্তাদের বলেন, শহরে জনপ্রতিনিধি ও প্রশাসন যাদেরকে সরকার দায়িত্ব দিয়েছে তাদের কাউকে না জানিয়ে টাকা উত্তোলন অবৈধ। শহরে এসে টাকা উত্তোলন করার কোন এখতিয়ার নেই।