ফেনীতে রুটি বানানোর পিঁড়িতে মিললো ১০ হাজার ইয়াবা, আটক ২

author
0 minutes, 0 seconds Read

শহর প্রতিনিধিঃ-

ফেনীতে রুটি বানানোর পিঁড়িতে বিশেষভাবে লুকানো ১০ হাজার ৩৭৫ পিস ইয়াবাসহ নারীসহ দুজনকে আটক করেছে র‌্যাব।

রোববার (১৮ জুন) রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফেনীর রামপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন কক্সবাজারের টেকনাফ উপজেলার পানখালী গ্রামের নুর ইসলামের ছেলে শাহাব উদ্দিন (২৩) ও উত্তর নয়াপাড়া গ্রামের মো. ইব্রাহিমের স্ত্রী মনোয়ারা বেগম (২৪)।

র‌্যাব-৭ ফেনী ক্যাম্প জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে কয়েকজন মাদক কারবারি ইয়াবাসহ গাড়িতে ওঠার জন্য অবস্থান করছেন। পরে র‌্যাবের একটি দল ওই স্থানে উপস্থিত হওয়া মাত্র দুজন পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এসময় র‌্যাব সদস্যরা তাদের আটক করেন। পরে তাদের সঙ্গে থাকা প্লাস্টিকের বস্তা তল্লাশি করা হয়। এসময় বস্তার মধ্যে রাখা রুটি বানানো পিঁড়ির ভেতর বিশেষ কায়দায় ফাঁকা জায়গা তৈরি করে অভিনব পদ্ধতিতে রাখা ১০ হাজায় ৩৭৫ পিস ইয়াবা জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানান, কক্সবাজার জেলার সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে ফেনী, কুমিল্লাসহ আশপাশের জেলার মাদক কারবারি ও সেবনকারীদের কাছে সরবরাহ করে আসছেন তারা।

ফেনী র‌্যাব ক্যাম্পের অধিনায়ক স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাদেকুল ইসলাম জানান, আটকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য তাদের ফেনী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *