ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ লাখ ৪৪ হাজার শিশু

author
0 minutes, 3 seconds Read

 

 

ফেনীতে ভিটামিন ‘এ’ ক্যাপসুল পাবে ২ লাখ ৪৪ হাজার শিশু
স্টাফ রিপোর্টারঃ-
ভিটামিন-এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান- এ স্লোগানে ফেনীতে দুই লাখ ৪৪ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

আগামী ১৮ জুন ৬-৯ মাস বয়সী ৩০ হাজার ৩৬১ শিশুকে নীল রঙের ক্যাপসুল এবং ৬-১১ মাস বয়সী ২ লাখ ১৩ হাজার ৭৯১ লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে।
বুধবার (১৪ জুন) সকালে ফেনীর সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান।
জেলা সিভিল সার্জন কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জেলা তথ্য কর্মকর্তা এস.এম. আল-আমিন, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার জান্নাতুল ফেরদৌস, ডা. আসিফ উদ দৌলা সিফাত, ডা. রাশেদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. আসিফ উদ-দৌলা সিফাত জানান, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন ‘এ’ ক্যাপসুল ওইদিন সকাল ৮টা-বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টি সহ মোট এক হাজার ১৪২টি কেন্দ্র থাকবে। এজন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত থাকবেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *