শহর প্রতিনিধিঃ-
ভিটামিন এ খাওয়ান, শিশুমৃত্যুর ঝুঁকি কমান’- এ স্লোগানে সারাদেশের ন্যায় সকাল থেকে ফেনীতে ২ লাখ ৪৪ হাজার ১৫২ জন শিশুকে ভিটামিন এ ক্যাপসুল খাওয়ানো হচ্ছে।
১৮ জুন রবিবার সকালে ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ডাঃ সাজ্জাদ মিলনায়তনে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসান , জেলা সিভিল সার্জন ডা. মো. শিহাব উদ্দিন । এ সময় আরো উপস্থিত ছিলেন বিএমএ ফেনী জেলা শাখার সভাপতি ডা. সাহেদুল ইসলাম ভূইঁয়া কাউসার, ফেনী সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা.মাসুদ রানাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তারা।
ফেনী সিভিল সার্জন ডা. শিহাব উদ্দিন জানান, জেলার ৬টি উপজেলার ৪২টি ইউনিয়নে ও ৫টি পৌরসভায় শিশুদের ভিটামিন এ ক্যাপসুল সকাল ৮টা-বিকেল ৪টা পর্যন্ত খাওয়ানোর জন্য ১ হাজার ১০৫টি অস্থায়ী কেন্দ্র ও ৭টি স্থায়ী কেন্দ্র, ভ্রাম্যমাণ ৩০টি সহ মোট ১ হাজার ১৪২টি কেন্দ্র প্রস্তুত রয়েছে । এ জন্য জেলায় স্বাস্থ্য বিভাগ, পরিবার পরিকল্পনা বিভাগ, বেসরকারি স্বেচ্ছাসেবকসহ ২ হাজার ৭৪১ জন কর্মী নিয়োজিত আছ।