নিজস্ব প্রতিবেদকঃ-
‘সত্যে তথ্যে ২৫, হারবে না বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে প্রথম আলো ফেনী বন্ধুসভা ও দৈনিক প্রথম আলো পত্রিকার
২৫তম প্রতিষ্ঠাবার্ষিকী ও রজত জয়ন্তী পালিত হয়েছে। গতকাল বুধবার বিকালে শহরের মিজান রোডস্থ জেলা পরিষদের ড.সেলিম আল দীন মিলনায়তনে দৈনিক প্রথম আলো পত্রিকার রজত জয়ন্তী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি আবু তাহের। ফেনী বন্ধু সভা’র পাঠাগার ও পাঠচক্র বিষয়ক সম্পাদক জান্নাত আরা জান্নাতের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ফেনী সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ মোক্তার হোসেইন, সময় টিভির ব্যুরো চীফ বখতিয়ার ইসলাম মুন্না, ফেনী জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবদুল মোতালেব, ফেনী জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ কে.বি.এম জাহাঙ্গীর আলম, ডা.সুশান্ত কুমার বড়ুয়া,
নওয়াব ফয়জুন্নেছা কলেজের সাবেক অধ্যক্ষ বাবুল চন্দ্র শীল, ফেনী গিরিশ অক্ষয় একাডেমি স্কুলের প্রধান শিক্ষক মো.তাজুল ইসলাম চৌধুরী, ফেনী বন্ধু সভা’র সাবেক সাধারণ সম্পাদক সমর দেবনাথ, নারী সংগঠক রোকেয়া ইসলাম ও ফেনী বন্ধু সভা’র সাধারণ সম্পাদক শেখ আশিকুন্নবী সজীব। সংক্ষিপ্ত আলোচনা সভায় সভাপতির বক্তব্যে দৈনিক প্রথম আলো পত্রিকার নিজস্ব প্রতিনিধি আবু তাহের বলেন, বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে প্রথম আলো কখনো পিছুপা হয়নি আগামীতেও পিছুপা হবেনা। এছাড়াও তিনি উপস্থিত সকলকে প্রথম আলো পত্রিকার সম্পাদক মতিউর রহমানের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানান।