নিজস্ব প্রতিনিধিঃ-
ফেনীতে পদযাত্রা কেন্দ্র করে পৃথক স্থানে সংঘর্ষে বিএনপি-পুলিশ সাংবাদিকসহ আওয়ামী লীগের শতাধিক কর্মী আহত হয়েছে। বিকালে বিএনপি পদযাত্রা শেষ করে যাওয়ার সময় শহরের ইসলামপুর রোডের সামনে পুলিশ ও বিএনপির বিক্ষুব্ধ নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ বাঁধে।
এসময় বিএনপি-পুলিশ সাংবাদিকসহ আওয়ামী লীগের শতাধিক লোকজন আহত হয়েছে। এ ঘটনায় ফেনীতে রণক্ষেত্র তৈরি হয়। বিএনপি দাবী করছে সংঘর্ষে তাদের ২’শরও বেশি নেতা-কর্মী আহত হয়েছে।
অন্যদিকে, বিকাল ৫টার দিকে আওয়ামী লীগ শান্তি সমাবেশে উদ্দেশ্যে বড় মসজিদের সামনে দিয়ে একটি মিছিল প্রেসক্লাব ভবন পার হবার সময় মিছিলের পেছনের অংশে বিএনপি নেতাকর্মীরা ককটেল নিক্ষেপ করলে সরকার দলীয় নেতাকর্মীরা ছিটকে পড়ে। এসময় প্রেসক্লাব ভবন, কয়েকটি বেসরকারি ব্যাংক ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর চালায় সন্ত্রাসীরা।
পুলিশ সুপার মো. জাকির হাসান জানান, বিএনপি নেতা-কর্মীরা পুলিশকে লক্ষ করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ করে। পুলিশ নিরাপত্তার জন্য ফাঁকা গুলি ও টিয়ারশেল নিক্ষেপ