
শহর প্রতিনিধিঃ-
ফেনীতে চোরাই মোটরসাইকেলসহ দুই কিশোর রাজিনুল করিম রাজন(১৮) ও আসফাতুল ইসলাম মাহিন(১৯)কে গ্রেফতার করেছে ফেনী মডেল থানা পুলিশ। গ্রেফতারকৃত রাজন সোনাগাজী পৌরসভার চান্দিয়া বজল মিয়া বাড়ির নুর করিম শিল্পীর ছেলে।
অপরদিকে আসফাতুল ইসলাম মাহিন ফেনী সদর উপজেলার মোটবী ইউনিয়নের দক্ষিণ লক্ষীপুর গ্রামের জমাদ্দার বাড়ির আব্দুর রহিমের ছেলে। বর্তমানে সে-দাউদপুল সাইফুল মিয়ার মোটর সাইকেল ওয়ার্কসপের কর্মচারী। আজ ভোর রাতে ফেনী মডেল থানার এসআই নারায়ণ সহ পুলিশের একটি টিম মোটরসাইকেলটি উদ্ধার করে তাদের গ্রেফতার করেন। গত ১৯ আগস্ট রাত সাড়ে নটার দিকে উকিলপাড়া দাউদ ফুল কাজি টাওয়ারের পিছনে শরীয়ত উল্লাহ ম্যানশন থেকে দুই কিশোর উক্ত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায়। এই ঘটনায় বাদী সেলিম ফেনী মডেল থানা মামলা দায়ের করলে সিসিটিভির ফুটেজ পর্যালোচনা করে আসামিদের সনাক্ত করে মোটরসাইকেলটি উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে।