ফেনীতে খেলাঘর’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
শহর প্রতিনিধিঃ-
ফেনীতে জাতীয় শিশু-কিশোর সংগঠন খেলাঘর আসরের ৭১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার বিকালে ফেনী জংশন জিআরপি ফাঁড়ির প্রাঙ্গনে আলোচনা সভা ও পথশশিুদের মাঝে কেক বিতরণ করা হয়েছে।
আলোচনা সভায় খেলাঘর ফেনী জেলা সভাপতি অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম নান্টুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সৈয়দ মনির আহম্মদ’র সঞ্চালনায় বক্তব্য দেন ষ্টেশন মাস্টার হারুন-অর রশিদ, সহকারি ষ্টেশন মাষ্টার জামাল উদ্দিন, জিআরপি পুলিশের ইনর্চাজ আমজাদ হোসেন, সোনাগাজী উপজেলা আ’লীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক দাউদুল ইসলাম, খেলাঘর ফেনী জেলা কমিটির সহ-সভাপতি গিয়াস উদ্দিন ভুঞা, টিটো দত্ত, সম্পাদক মন্ডলীর সদস্য মোঃ আবুল বাশার, প্রফেসর মাসুবুল আলম ভুঞা, আহমেদুল হক খোকন, সদস্য নাজরানা হাফিজ অম্লান, ডাঃ পলাশ দাস, লিয়াকত হোসেন মজুমদার, আবদুল কাদের সম্রাট, মাসুম বিল্লাহ ভূঁইয়া, মো: ছালাহ উদ্দিন, বিদ্যুৎ মহাজন, আয়েশা আক্তার, নারী উদ্যোক্তা কামরুন্নেসা মনি, সুলতানা রাজিয়া, ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেট ফাউন্ডেশন’র রিফা হোসেন, নিশা আক্তার, আবদুল্যাহ প্রমুখ। আলোচনা শেষে কেক কেটে পালন প্রতিষ্ঠাবার্ষিকী পালন করেন অতথিবিৃন্দ এবং স্বপ্ন, র্বণসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী, ফ্রেন্ডশিপ ব্লাড ডোনেট ফাউন্ডশনের সদস্যবৃন্দ, ও ছিন্নমুল শিশুদের মাঝে কেক বিতরণ করা হয়।