শহর প্রতিনিধিঃ-
অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে গনিকা ব্যবসায়ী আলী মাতব্বরসহ ছয় নারী ও ১৫ পুরুষকে ফেনী শহরের পুরাতন পুলিশ কোয়ার্টার এলাকার একটি বাসা থেকে আটক করেছে পুলিশ।
সোমবার (২১ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে অভিযান চালিয়ে শহরের এসি মার্কেটের পেছনে রাহিম টাওয়ারের নিচতলা থেকে তাদের আটক করা হয়।
ফেনী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা দিয়ে আজ আদালতে পাঠানো হবে।