দাগনভূঁঞায় ব্র্যাক ব্যাংক এজেন্ট ব্যাংকিং চুরির ঘটনায় আসামি গ্রেফতার, নগদ টাকা উদ্ধার

author
0 minutes, 0 seconds Read

শনিবার দিবাগত রাতে দাগনভূঁঞা থানাধীন মোল্লাঘাটা বাজারস্থ ব্র্যাক এজেন্ট ব্যাংকিং আউটলেট এ ভল্ট ভেঙ্গে টাকা চুরির ঘটনায় এজেন্ট জসিম উদ্দিন বাদী হয়ে থানায় চুরি সংক্রান্তে মামলা দায়ের করেন। দাগনভূঁঞা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান ইমাম সহ এসআই মোঃ রাশেদুল হক ও এসআই মোঃ জুয়েল হোসেন সহ থানা এলাকায় অভিযান পরিচালনা করে গত ৮ তারিখ দ্রুত সময়ের মধ্যে ঘটনার সাথে জড়িত আসামী ইমাম উদ্দিন শাওনকে গ্রেফতার করলে তার ঘর থেকে চুরি হওয়া নগদ ৫২ হাজার টাকা উদ্ধার করা হয়।

উল্লেখ্য যে, গ্রেফতারকৃত আসামী ইমাম উদ্দিন শাওন উক্ত এজেন্ট ব্যাংকের একজন নিয়মিত কর্মচারী। প্রায় ২ বছর যাবৎ উক্ত এজেন্ট ব্যাংকে চাকুরি করে বলিয়া জানা যায়। ঐ আসামী এজেন্ট ব্যাংকে কর্মরত থাকিয়া পূর্ব পরিকল্পিতভাবে চুরির ঘটনা ঘটাইয়া টাকা চুরি করিয়াছে বলিয়া সে স্বীকার করে।

আসামি নাটক সাজিয়ে ব্যাংকের গ্রিল কেটে, ভল্ট ভাঙ্গার অভিনয় করে এবং সিসি ক্যামেরা নিয়ে যায় সবাইকে বোকা বানানোর চেষ্টা করে। সে একজন রক্ষকই হলেন ভক্ষক। গ্রেফতারকৃত আসামীকে আদালতে সোপর্দ করা হইয়াছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *