থানার ওসিরা আ. লীগের সভাপতির দায়িত্ব পালন করে অভিযোগ বিএনপির

author
0 minutes, 0 seconds Read

নিজস্ব প্রতিবেদঃ-

দেশের থানাগুলোর ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করে বলে অভিযোগ করেছেন ফেনী জেলা বিএনপির আহ্বায়ক শেখ ফরিদ বাহার। মঙ্গলবার (২ এপ্রিল) বিকেলে শহরের ইসলামপুর রোডে বিএনপির অস্থায়ী অফিসে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
বাহার বলেন, দেশের থানাগুলোর পুলিশের ওসিরা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করছেন। তারা আওয়ামী লীগের সাধারণ নেতাকর্মীর চাইতে আওয়ামী লীগে বেশি সক্রিয়।
তারা বিএনপির নেতাকর্মীদের ওপর চরম অত্যাচার-নির্যাতন চালাচ্ছে। আওয়ামী লীগের লোকজনকে প্রত্যক্ষভাবে অন্যায় অত্যাচারে সহযোগিতা করছে।
সংবাদ সম্মেলনে ফেনী জেলা যুবদলের নেতারা বলেছেন, তালিকা করে আমাদের নেতাকর্মীদের ওপর হামলা করা হচ্ছে। সম্প্রতি সদর উপজেলা যুবদলের সদস্য সচিব মো. শাহাদাত হোসেনকে কুপিয়ে জখম করা হয়েছে। এসব ক্ষেত্রে সরকারি দলের ক্যাডারদের সহায়তা দিচ্ছে পুলিশ প্রশাসন।
নেতারা বলেন, গত ১৬ এপ্রিল যুবদল নেতা শাহাদাতকে হত্যার উদ্দেশে হামলা করা হয়। সদর উপজেলার ফরহাদনগর ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন টিপুর নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে ধরে নিয়ে কুপিয়ে মারাত্মক জখম করে। শাহাদাত এখন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এসব ঘটনায় পুলিশ প্রশাসন আওয়ামী লীগ তাদের সহায়তা করছে।

লিখিত বক্তব্যে নেতাদের কথা পড়ে শোনান জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন জসিম। আরও বক্তব্য দেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এম এ খালেক, মো. এয়াকুব নবী, গাজী হাবিবুল্যাহ মানিক।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *