জেলা আনসার ভিডিপির শ্রেষ্ঠ কর্মকতা রাবেয়া সুলতানা কে সংবধনা প্রদান

author
0 minutes, 0 seconds Read

নিজস্ব প্রতিনিধি:

ফেনী জেলা আনসার ভিডিপির শ্রেষ্ঠ কর্মকতা রাবেয়া সুলতানা কে সংর্বধনা প্রদান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল সোমবার দুপুরে জেলা আনসার ভিডিপি কার্যালয়ে মাসিক সমন্ময় সভায় প্রধান অতিথি থেকে সন্মাননা প্রদান, ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা আনসার ভিডিপির কমান্ডেন্ট জানে আলম সুফিয়ান
প্রধান অতিথি জানে আলম সুফিয়ান জানান, সোনাগাজী উপজেলা আনসার ভিডিপি কর্মকতা রাবেয়া সুলতানা নাজমা, জাতীয় প্যারেডে ৩ বার অংশগ্রহণ, দক্ষতার সহিত ফেনী জেলায় ১৬ ডিসেম্বর ২০২২ সালে প্যারেড পরিচালনা, একই বছর দক্ষতার সহিত উপজেলা ব্যবস্থাপনা, দূর্গাপূজার নিরাপত্তা রক্ষায় সাফল্য বক্তৃতা ও উপস্থাপনায় দক্ষতা, সেরা মানবিক কর্মকর্তা, সহমর্মিতা, ভ্রাতৃত্ববোধ, সংগঠনের প্রতি দায়িত্ববোধ, শুদ্ধাচার পালনকারী কর্মকর্তা, সেরা বার্ষিক কর্মসম্পাদন চুক্তি বাস্তবায়নকারী কর্মকর্তা, নিয়মানুবর্তিতা, বিভিন্ন প্রশিক্ষণে সেরা কোর্স অ্যাডজুট্যান্ট, সফল প্রশিক্ষণ কর্মকর্তা, শিবির উপঅধিনায়ক হিসেবে দক্ষতার সহিত প্রশিক্ষণ সম্পন্ন করায়, বেষ্ট টার্নআউট অফিসার, দূর্যোগ ব্যবস্থাপনায় দক্ষতা ও কৃতিত্বের সাথে দায়িত্ব

পালন (সিত্রাং), সেরা পরিকল্পনা প্রনয়ণকারী ও বাস্তবায়নকারী কর্মকর্তা, দক্ষ সংগঠক (মাঠ পর্যায়ে), যে কোন ছোট,বড় সমাবেশ প্রশিক্ষণের কাজে অসামান্য অবদান রাখায় জেলা আনসার ভিডিপি কর্মকতার কার্যালয় হতে এ সন্মাননা প্রদান করা হয়েছে। আগামীতে এ বাহিনীর সুনাম অর্জনে কাজ করে এগিয়ে যাবে। উল্লেখ্য রাবেয়া সুলতানা নাজমা পরশুরাম উপজেলায় চিথলিয়া ইউনিয়নের (অব) সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার ও বীর মুক্তিযোদ্ধা মনির আহমেদ মজুমদারের তয় সন্তান।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *