সোনাগাজী প্রতিনিধিঃ-
১৫ই আগষ্ট জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে সোনাগাজীর চরদরবেশ ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে প্রস্তুতি সভা ৯ ই আগষ্ট বুধবার বিকালে চরদরবেশ ইউনিয়ন পরিষদ কার্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
চরদরবেশ ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মাষ্টার সাহাব উদ্দিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নাজির আহমদ বেলালের সঞ্চালনায় বক্তব্য রাখেন সোনাগাজী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও চরদরবেশ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টো, ইউনিয়ন যুবলীগের সভাপতি গোলাম সারওয়ার দুলাল, সাধারণ সম্পাদক মাইন উদ্দিন লিটন, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি হেদায়েত উল্লাহ সোহাগ, ছাত্রলীগের সভাপতি আমির হোসেন, সাধারণ সম্পাদক জাহেদ হোসেন সহ ইউপি সদস্য বৃন্দ, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ,ছাত্রলীগের নেতৃবৃন্দ।