কুঠিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কৃতি শিক্ষার্থী ও শিক্ষকের বিদায় সংবর্ধনা

author
0 minutes, 1 second Read

সোনাগাজী প্রতিনিধ

সোনাগাজী উপজেলার চরমজলিশপুর ইউনিয়নের কুঠিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আয়োজনে ‘মানসম্মত প্রাথমিক শিক্ষা, স্মার্ট বাংলাদেশ গড়ার দীক্ষা’ বিষয়ক শিক্ষক-শিক্ষার্থী- অভিভাবক ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের করণীয় শীর্ষক মতবিনিময় সভা, কৃতি শিক্ষার্থী সংবর্ধনা ও শিক্ষকের বিদায় সংবর্ধনা বুধবার ১৫ মার্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হোসেন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার নাসির উদ্দিন আহমেদ।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মো. নজরুল ইসলাম, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মো. ওয়াহিদুর রহমান, সাইফুল ইসলাম সাইফ, বকুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি খুরশিদ আলম, কুঠিরহাট সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি সামছুল হক। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তৈয়ব। এ সময় বিদ্যালয়ে শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও ছাত্রছাত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *