নিজস্ব প্রতিবেদক:
ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী পদে মো. আজিজুল হক দীর্ঘ ২২ বছর যাবত দায়িত্ব পালন করে চলেছেন। বেশ কয়েকবার তার বদলীর আদেশ হলেও ম্যানেজ করে এখনও এ পৌরসভায় রয়েছেন। সম্প্রতি তাকে সোনাগাজী পৌরসভায় বদলী করা হলেও এখন পর্যন্ত তিনি ফেনী পৌরসভা ছাড়েন নি। দীর্ঘদিন একই পৌরসভায় দায়িত্ব পালন করায় তার বিরুদ্ধে স্বজনপ্রীতিসহ নানা অভিযোগ থাকার পরও ঘুরেফিরে তিনি ওই কার্যালয়েই থেকে গেছেন। দীর্ঘ ২২ বছর যাবত একই পৌরসভায় চাকুরী করায় তার ক্ষমতা, দাম্ভিকতা এবং দূর্ণীতির শিকড় নিয়ে জনমনে নানা প্রশ্ন উঠেছে।
স্থানীয় সরকার বিভাগ জানায়, ২৫ জানুয়ারী ফেনী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. আজিজুল হককে সোনাগাজী পৌরসভায় বদলীর আদেশ দেয়া হয়। উপসচিব ফারজানা মান্নান স্বাক্ষরিত ওই আদেশে তাকে ২০১৯ সালের ১৮ জুলাই ফেনী পৌরসভা হতে দাগনভূঞা উপজেলায় বদলী করা হয় বলেও জানানো হয়। কিন্তুু আদেশের পরও তিনি অজ্ঞাত ক্ষমতাবলে ফেনী পৌরসভায় বহাল তরবিয়তে এখন পর্যন্ত দায়িত্ব পালন করে যাচ্ছেন। ২৫ জানুয়ারী স্বাক্ষরীর ওই অফিস আদেশে বলা হয়, আগামী ৫ ফেব্রুয়ারীর মধ্যে তিনি সোনাগাজী পৌরসভায় যোগদান না করলে ৬ ফেব্রুয়ারী থেকে স্ট্যান্ড রিলিজ বলে গণ্য হবেন।
প্রধান নির্বাহী প্রকৌশলী আজিজুল হক ফেনী পৌরসভায় একই পদে সর্বোচ্চ ৩ বছর দায়িত্ব পালনের নিয়ম থাকলেও তার ম্যানেজ ক্যারিশমায় ২২ বছর যাবত একই পদে থাকায় সেবাগ্রহিতারা ক্ষুব্দ রয়েছেন। কিন্তুু মান সম্মানের ভয়ে কেউ মুখ খুলতে সাহস পাচ্ছেন না। পক্ষান্তরে তার বিভিন্ন অনিয়মে ফেনী পৌরসভা হারাচ্ছে প্রচুর পরিমান রাজস্ব। ফেনীর সচেতন মহল মনে করে আজিজের বদলীর আদেশ কার্যকর করে ফেনী পৌরসভাকে রাহুমুক্ত করা হউক।