অস্ত্র মামলার ১৭ বছরের দন্ডপ্রাপ্ত আসামি ১০ বছর পর গ্রেপ্তার

author
0 minutes, 0 seconds Read

শহর প্রতিনিধিঃ

ফেনীর ছাগলনাইয়া থানার একটি অস্ত্র মামলায় ১৭ বছর সশ্রম কারাদন্ডে দন্ডিত হত্যা, ডাকাতি ও অবৈধ অস্ত্র ব্যবসাসহ ৮টি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি আবু মুছা প্রকাশ ’পিচ্চি মনছুর’ কে গ্রেপ্তার করেছে র‌্যাব।

মঙ্গলবার (৬ জুন) রাতে দীর্ঘ ১০ বছর পলাতক থাকার পর ঢাকা চকবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বুধবার (৭ জুন) দুপুরে র‌্যাব–৭ ফেনী ক্যাম্পে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ক্যাম্প কমান্ডার মো. সাদেকুল ইসলাম।

তিনি জানান, ২০১৩ সালের ৪ মার্চ ছাগলনাইয়া থানায় অবৈধ অস্ত্রসহ তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে একটি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ পাওয়া যায়। পরে সে মামলায় জামিনে বের হয়ে আত্মগোপনে চলে যায়। ২০১৬ সালে অস্ত্র মামলায় তার অনুপস্থতিতে ১৭ বছর সশ্রম কারাদন্ড দেয় আদালত। সে থেকে তাকে গ্রেপ্তারে বিভিন্ন জায়গায় অভিযান চালায় আইনশৃঙ্খল বাহিনী। সবশেষ গত ৬ জুন মঙ্গলবার রাতে ঢাকার চক বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে র‌্যাব–৭।

উল্লেখ্য, তার বিরুদ্ধে ফেনীর বিভিন্ন থানায় ৮টি মামলা রয়েছে।

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *